ঢাকা মহানগর দক্ষিণে মিছিল করতে দেয়নি পুলিশ
বর্তমান সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজধানীতে পূর্বঘোষিত বিএনপির ডাকা কালো পতাকা মিছিল করতে দেয়নি পুলিশ।
দয়াগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে মিছিলটি শুরু করলেও কিছুদূর এগুতোতেই পুলিশ পিছন থেকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় মিছিল থেকে ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
আজিমপুর বটতলায় কালো পতাকা মিছিলের প্রস্তুতিকালে সমবেত নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালায়। এখান থেকে পুলিশ চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রনি সহ ১৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
পীরজঙ্গি মাজার এলাকায় মিছিলের জন্য আগত নেতাকর্মীদের দাঁড়াতে দেয়নি পুলিশ। পরে মিছিলে অংশগ্রহণের জন্য আগত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি সংবিধান স্বীকৃত মিছিল সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর এহেন কর্মকাণ্ডে দুঃখ প্রকাশ করেন।
রাজধানীর বিজয়নগর এলাকায় কালো পতাকা মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা বিএনপি। পুলিশ সে মিছিল থেকে পাঁচজনকে আটক করে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা যায়।