হেরোইন উদ্ধারের ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
রাজধানীর খিলগাঁও থানায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় করা মামলায় আরিফ হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৩১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রায়ে আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।’
এদিকে রায় ঘোষণার আগে আরিফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ২২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়া টিয়া সংঘ ক্লাবের সামনে থেকে ১০০ গ্রাম হেরোইনসহ আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা বাদী হয়ে মামলা করেন। পরে ওই বছরের ২৫ মে একই থানার এস আই রোকন উদ্দিন ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।