স্বামী বিবেকানন্দের মতবাদ মানবকল্যাণে অনুসরণীয় : এ কে আজাদ
স্বামী বিবেকানন্দের মতবাদ মানবকল্যাণে অনুসরণীয় বলে তাঁর ১৬২তম জন্মতিথিতে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ। ফরিদপুরে রামকৃষ্ণ মিশন আশ্রম মিলনায়তনে আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ বলেন, স্বল্প জীবদ্দশায় স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীর মানুষের কাছে তাঁর অহিংস জীবনদর্শন ও মতবাদ পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। প্রখর যুক্তিবাদী এই মানবতার কাণ্ডারী শুধু ভারতবর্ষেই নয়, পাশ্চাত্যের দেশগুলোতেও উচ্চতর মর্যাদার আসনে আসীন হয়েছেন। তাঁর মতো মণীষীর অভাব পূরণ হওয়ার নয়, তাঁর রেখে যাওয়া মতবাদ মানবকল্যাণের জন্য অনুসরণীয়।
ফরিদপুর রামকৃষ্ণ মিশনের গরিব অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে এ কে আজাদ বলেন, শিক্ষা-সংস্কৃতি ও সমাজ উন্নয়নের কাজে আমাদের দল-মত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের সংবিধান অসাম্প্রদায়িক চিন্তা-চেতনাকে প্রাধান্য দেয়। সেটাকে সমুন্নত রেখেই আমাদের সব ধর্ম-মতের মানুষকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। তাহলেই সমৃদ্ধ হবে বাংলাদেশ, পূর্ণ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন।
রামকৃষ্ণ মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সুরবরানন্দ মহারাজের সভাপতিত্বে আলোচনাসভা মঞ্চে উপস্থিত ছিলেন প্রকৌশলী সৌরদীপ খাস্তগীর, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুবল সাহা, সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকার, শিক্ষানুরাগী দাতব্য প্রতিষ্ঠান এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি রহমান, সমাজসেবক শায়লা রহমানসহ রামকৃষ্ণ মিশনের কর্মকর্তারা।