জাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ছাত্রলীগনেতার বিরুদ্ধে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে।
মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তার সঙ্গে ছিলেন মামুন নামে এক বহিরাগত যুবক। ঘটনার পর থেকে সহযোগী মামুনসহ পলাতক রয়েছেন ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান।
ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করেন, ছাত্রলীগনেতা মোস্তাফিজুর রহমানের ধর্ষণকাণ্ডের সহযোগী মামুন ভুক্তভোগী ওই নারীর বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল শনিবার রাতে মামুন তার স্বামীকে ক্যাম্পাসে ডেকে আনেন। পরে তাকে মীর মশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে আটকে রেখে বিষয়টি তার স্ত্রীকে জানান। এরপর স্বামীর সন্ধানে মীর মশাররফ হোসেন হলে ছুটে আসেন ভুক্তভোগী ওই নারী। পরে ওই নারীকে তার স্বামীর কাছে নিয়ে যাবার কথা বলে তারা নিয়ে যান হল সংলগ্ন জঙ্গলে। সেখানে ওই নারীকে ধর্ষণ করেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে জাবি শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়।
প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় মোস্তাফিজুর রহমানকে বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিষয়টি নিশ্চিত করেছেন জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল। তিনি বলেন, ‘মোস্তাফিজুর রহমানকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে।’
এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি অত্যন্ত লজ্জার। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘প্রক্টরিয়াল বডির সদস্যরা মীর মশাররফ হোসেন হল পরিদর্শন করেছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।’
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলি খান বলেন, ‘ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’