গোপালগঞ্জে বিএনপিনেতার পরলোক গমন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির আহ্বায়ক শংকর কুমার মিত্র (৮১) হৃদক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন।
মৃত্যুকালে শংকর কুমার মিত্র স্ত্রী, তিন ছেলেসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
শংকর কুমার মিত্রের অন্ত্যেষ্টিক্রিয়া আজ বিকেল ৪টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার কে, এম, বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা, কেন্দ্রীয় যুবদলের সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরুল হাসান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা ও উপজেলা বিএনপিনেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।