ভৈরবে পরিবহণে চাঁদাবাজির অভিযোগে আটক ৫
কিশোরগঞ্জের ভৈরবে পরিবহণে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করেছেন র্যাব-১৪। ভৈরব ক্যাম্পের সদস্যরা আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দুর্জয় মোড়ে বিভিন্ন পরিবহণ থেকে চাঁদা উঠানোর সময় তাদের হাতেনাতে আটক করে।
আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করার জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয় বলে জানান ভৈরব ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. মো. ফাহিম ফয়সাল।
ফাহিম ফয়সাল জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে তাঁর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল দুর্জয়মোড়ে অভিযান চালায়। তখন বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করার সময় এই পাঁচ চাঁদাবাজকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভৈরব শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকার আল আদিন (৪০), কমলপুর বাসস্ট্যান্ড এলাকার রাসেল মিয়া (২৬), জগন্নাথপুর-লক্ষ্মীপুর এলাকার রোমান মিয়া, বাঘাইকান্দি এলাকার পারভেজ মিয়া (২৬) ও রুবেল মিয়া (৩৩)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইলফোনসেট ও ৪২০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরিবহণ থেকে চাঁদাবাজি এবং দীর্ঘদিন ধরে এই কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
পরিবহণ সেক্টরের চাঁদাবাজি বন্ধে ভৈরবে এমন অভিযান এখন থেকে নিয়মিত চলবে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।