হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দুই নারী গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে থেকে চুরি হওয়ার চার দিন পর নবজাতক আরিয়ানকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় অপহরণচক্রের দুই নারী সদস্যকেও গ্রেপ্তার করেছে তারা।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময় র্যাব ১২-এর অধিনায়ক মারুফ হোসেন বলেন, গত ৭ ফেব্রুয়ারি আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে নবজাতক (৪৮ ঘণ্টা) আরিয়ান চুরি হয়। তার নানির কোল থেকে কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যায় অপহরণ চক্রের এক নারী সদস্য। এ ঘটনায় শিশুর বাবা মো. দিপু মণ্ডল বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা করেন। এরপর র্যাব নবজাতক আরিয়ানকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব ১২-এর একটি আভিযানিক দল বিশেষ সোর্স, এলাকার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে। এরপর গতকাল রোববার ১১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মোল্লাপাড়ায় অভিযান চালায়। সেখান থেকে নবজাতক আরিয়ানকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে এবং নবজাতক চুরির ঘটনার প্রধান আসামি মোছা. পলি আরা খাতুন (২০) ও মোছা. মাহফুজাকে (৪০) গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নবজাতক চুরির সঙ্গে সম্পৃক্ততা এর সত্যতা মিলেছে।
মারুফ হোসেন আরও বলেন, শিশু চুরির সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক অপহরণচক্রের যোগসাজস রয়েছে। বিক্রির উদ্দেশ্যেই অপহরণ করা হয় নবজাতক আরিয়ানকে।
গত ৭ ফেব্রুয়ারী আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে বোরকা পরা এক নারী নবজাতক আরিয়ানের নানির সঙ্গে সখ্য গড়ে তাকে কোলে নেয় এবং সুকৌশলে হাসপাতাল থেকে বের হয়ে অটোরিকশাযোগে পালিয়ে যায়।