শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুই ভাই আহত
শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ঘোড়াধাপ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ শান্তর ছুরিকাঘাতে পারভেজ হাসান (২৮) ও এম এ তাহের রহমান (২৫) নামে দুই ভাই আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী এম এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণের আয়োজন করা হয়। ঘোড়াধাপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ শান্তর নেতৃত্বে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। তাঁদের শ্রদ্ধা নিবেদনের পর পরই একই বিদ্যালয়ে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা শহীদ বেদীতে ফুল দিতে গেলে ছাত্রদলনেতারা বাধা দেয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী পারভেজ হাসান শিক্ষার্থীদের ফুল দিতে বাধা দেওয়ায় এর প্রতিবাদ করেন। এতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান (২৫) ও সাধারণ সম্পাদক আবু সাঈদ শান্তর (২৪) সঙ্গে পারভেজ হাসানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবু সাঈদ শান্ত উত্তেজিত হয়ে পারভেজ হাসানের উপর হামলা করেন। এ সময় পারভেজের ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম এ তাহের রহমান বাধা দিতে গেলে তাঁদের দুজনকেই ছুরিকাঘাতে আহত করেন ছাত্রদলনেতা আবু সাইদ শান্ত। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল নিয়ে যায়। তবে গুরুতর আহত হওয়ায় পারভেজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত পারভেজ হাসান ও এম এ তাহের রহমান ঘোড়াধাপ ইউনিয়নের কটারবাড়ী এলাকার সাইদুর রহমানের ছেলে। এই ঘটনার পর থেকে ছাত্রদলনেতারা গা-ঢাকা দিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’