স্কুল-কলেজ শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় মতবিনিময় সভা
স্কুল-কলেজের শিক্ষার্থীদের আর্থিক সচেতনতার লক্ষে ‘আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ শিরোনামে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আইএফআইসি ব্যাংক কেরানীগঞ্জ শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি।
আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জাহিদুল কবির মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলার ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ টি এম বজলুর রশিদ খন্দকার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. জাকির হোসেন, আইএফআইসি ব্যাংকের আগানগর শাখা ব্যবস্থাপক মো. সাকের ইমরান ।
মত বিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ব্যাংকের কর্মকর্তা নওরিন সিনথিয়া ঋতু, রাফসানজানি, সোহরাব হোসেন প্রমুখ।
এ মত বিনিময় সভায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে, আগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রছাত্রীদের আর্থিক সঞ্চয়ের বিষয়টিও মাথায় রেখে এগিয়ে যেতে হবে। টাকা অপচয় না করে সঞ্চয় করলে লাভ পাওয়া যায়। আবার প্রয়োজনের সময় কাজে লাগে । তিনি ছাত্রীদের আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন।
অনুষ্ঠানের সভাপতি মো. জাহিদুল কবির মজুমদার ব্যাংকের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তিসহ উপস্থিত ছাত্রীদের মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি পাড়ায় পাড়ায় প্রতিবেশীর মতো আইএফআইসি ব্যাংকের সঙ্গে থেকে ব্যাংকের সার্বিক কল্যাণে ও পরামর্শ দিয়ে সহযোগিতায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান।