চলন্ত ট্রেনের নিচে মা-ছেলের আত্মাহুতি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/25/myymnsinh.jpg)
ময়মনসিংহ মহানগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় আত্মাহুতি দিয়েছেন মা-ছেলে। ছবি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে
ময়মনসিংহে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিয়েছেন মা-ছেলে। আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে মহানগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন সানকিপাড়া এলাকায় পৌঁছালে এক নারী তাঁর শিশু ছেলেকে নিয়ে রেললাইনে শুয়ে পড়েন। পরে কাটা পড়ে তারা ঘটনাস্থলেই মারা যান।
ওসি বলেন, নিহত নারীর নাম তানিয়া আক্তার (২১)। তিনি শহরতলীর বাদেকল্পা গ্রামের মন্নাস আলীর মেয়ে। ঘটনার পর নারীর ফিঙ্গার প্রিন্ট যাচাই করে পিবিআই তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। তার বাবাকে খবর দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করে রেলওয়ে থানা মর্গে রাখা হয়েছে।