রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : বাণিজ্য প্রতিমন্ত্রী
পবিত্র রমজান মাসে নতুন করে পণ্যের দাম আর বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, দেশের বাজারে নিত্যপণ্যের কোনো ঘাটতি নেই। সরবরাহও পর্যাপ্ত রয়েছে। কাজেই নতুন করে পণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই।
আজ সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যঅধিবেশনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
দু’একদিনের মধ্যেই ভোজ্য তেলের দাম কমে আসবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা ভোজ্য তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কেউ যাতে বাড়তি দামে তেল বিক্রি করতে না পারেন এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পণ্যের উৎপাদন ও আমদানি এবং সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। চালের দামও এখন কমে এসেছে। আশা করছি, জনগণ এর সুফল পাবেন।