খুলনায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্কুলের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার ভট্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার (৬ মার্চ) স্কুল গর্ভনিং বডির সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র তালুকদার আব্দুল খালেকের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্কুলের অধ্যক্ষ প্রফেসর মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বাথরুমে গেলে ওই শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক প্রদ্যুৎ কুমার ভট্ট। এ সময় অন্য ক্লাসের দুই ছাত্রী বিষয়টি দেখে এগিয়ে গেলে শিক্ষক ঘটনাস্থল ত্যাগ করেন। সেদিন থেকে তিনি আর শিক্ষা প্রতিষ্ঠানে আসেননি।
অধ্যক্ষ প্রফেসর মো. তৈহিদুজ্জামান জানান, ওই শিক্ষার্থীর মা অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। প্রথম দিকে কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠলে সোমবার (৪ মার্চ) অভিযুক্ত শিক্ষক প্রদ্যুৎ ভট্টকে শোকজ করা হয়। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শিক্ষক রাফিয়া আক্তারকে তদন্ত কমিটির প্রধান করে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
মো. তৌহিদুজ্জামান জানান, বিদ্যালয় কমিটির সভাপতি ও সিটি মেয়র বিষয়টি জানতে পেরে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিরপেক্ষ তদন্তেরও নির্দেশ দিয়েছেন।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী শিক্ষার্থীর এক প্রতিবেশি জানান, অভিযুক্ত শিক্ষকের পরিবারের সদস্যরা ছাত্রীর বাড়ি গিয়েছিলেন। তারা পরিবারটির কাছে ক্ষমা চেয়েছেন।
ছুটিতে থাকায় অভিযুক্ত শিক্ষক প্রদ্যুৎ ভট্টকে বিদ্যালয়ে গিয়ে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন নম্বরে একাধিক কল ও ক্ষুদেবার্তা দিলেও কোনো জবাব পাওয়া যায়নি।