নাটোরে আদালত চত্বরে যুবলীগনেতাকে কুপিয়ে জখম, আটক ৫
পূর্ব বিরোধের জের ধরে নাটোরের আদালত চত্বরে রাতুল হক সময় নামে এক যুবলীগনেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুপুরে আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার পর নাটোর পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগ সদস্য রাতুলের ওপর প্রকাশ্যে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। ঘটনার সঙ্গে সঙ্গেই ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সজিব, সোহাগ, সুমন, সবুজ ও ইমন নামে পাঁচজনকে আটক করেছে। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চার রাইন্ড গুলি উদ্ধার করা হয়।