কোটালীপাড়ায় ১১ ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিককে জরিমানা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ১১টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে বিভিন্ন অপরাধে এক লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও দুটি ক্লিনিককে বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়। আজ সোমবার (১৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা তপাদার, জেলা সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেলের নেতৃত্বে একটি দলের সহযোগিতায় কোটালীপাড়া উপজেলা হাসপাতাল গেট এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা তপাদার বিভিন্ন অনিয়ম পাওয়ায় ৯টি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি ক্লিনিককে এক লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার, রতন ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার, নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার, নিউ কোটালীপাড়া ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার, সাধন ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার, ডিজিটাল মেডিল্যাবকে দুই হাজার, কোটালীপাড়া আধুনিক ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার, রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার এবং মা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া দুটি প্রতিষ্ঠানকে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।