সরকার ভালো নেই বলে আবোল-তাবোল কথা বলছে : গয়েশ্বর
সরকার ভালো নেই বলে ‘আবোল-তাবোল কথা’ বলছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ সোমবার (১৮ মার্চ) বিকেলে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোন্দকার দেলোয়ার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনা সভা হয়।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ভালো নেই বলে মাঝেমধ্যে আবোল-তাবোল কথা বলে। তিনি বলেন, সরকারেরও এরকম যে, তারা কী কয়, তা নিজেরাও বোঝে কি না সন্দেহ।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কে একজন এখানে বললেন সরকারের অপচয়ে কথা…লক্ষ-কোটি টাকা বিদেশে জমা করছে…সব জমা করছে ভবিষ্যতের জন্য। আল্লাহ তাদের তওফিক দিক সম্পদ জমাই যেন থাকে। সময়মত যেন আমরা লুন্ঠিত জমা করা ওসব সম্পদ উদ্ধার করতে পারি। তিনি বলেন, তারা ইফতার করে খরচ বাড়াতে চায় না। কারণ, তাদের ইফতারের প্রয়োজন হয় না। তকমা দেয় ইফতারে কী খাবে—বড়ই, না খেজুর।
১/১১ ঘটনাবলী এবং খোন্দকার দেলোয়ার হোসেনের ভূমিকার কথা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ওই সময়ের অনেক কথা, অনেক সত্য আছে, যা বলার সময় এখন নয়। আমি বলব লিখে রাখেন। আমার মনে হয়, এই মুহূর্তে সব সত্য কথা বলার সময় আসেনি, সেই পরিবেশ তৈরি হয়নি। কারণ, আমরা এখন লড়াইয়ের ময়দানে আছি এবং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এখন ভালো-মন্দ খোঁজার থেকে লড়াইয়ের মাঠে শাহাদাৎ বরণ করা বড় কথা। যেমন : ঐক্যবদ্ধ প্রতিশ্রুতিশীলরা সকলে এক হলে জয়লাভ করা যায় এবং তেমনি কমিটমেন্ট যাদের নেই, তাদের দিয়ে দীর্ঘ সংগ্রামে লড়াই করে জয়ী হওয়া যায় না। খোন্দকার দেলোয়ার হোসেনের মতো সাহসী নেতৃত্বের প্রশংসা করে তার আদর্শ অনুসরণের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।