মেঘনায় ভ্রমণতরী ডুবে নিহত ১, নিখোঁজ ৭
মেঘনায় বালুভর্তি বলগেটের ধাক্কায় ভ্রমণতরী ডুবে একজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও সাতজন। আজ শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস ও নৌফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন।
ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে ভৈরব থেকে ২০ যাত্রী নিয়ে একটি ভ্রমণতরী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরসোনারামপুর এলাকায় পৌঁছালে একটি বালুবাহী বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় ১২ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও আটজন নিখোঁজ হন। পরে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এখনও সাত যাত্রী নিখোঁজ রয়েছেন।
স্টেশন অফিসার আজিজুল হক রাজন বলেন, রাত হওয়ায় এখন উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। আগামীকাল সকালে কিশোরগঞ্জ থেকে ডুবুরিদল এনে আবার উদ্ধারকাজ শুরু করা হবে বলেও জানান তিনি।
নিখোঁজ যাত্রীরা হলেন- ভৈরব হাইওয়ে থানার পুলিশের কনস্টেবল সোহেল রানা (৩২), স্ত্রী মৌসুমি (২৫), মেয়ে মাহমুদা (৭) ও ছেলে রায়সুল (৫), আরাদ্ধ, বেলাল দে ও আনিকা আক্তার।