কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রকাশ্যে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ
বুয়েটে ছাত্র রাজনীতি ফেরানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার পর নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যেই বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আজ রোববার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে কয়েকশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে শহীদ মিনারে ফুল দেন তারা। এরপর অল্প সময়ের মধ্যেই বুয়েট ত্যাগ করেন। এ সময় বুয়েটের মূল ফটক ও বিভিন্ন হলের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়।
বুয়েট ক্যাম্পাসে যাওয়ার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে বুয়েটে ছাত্র রাজনীতি ফেরানোর দাবিতে ‘আলটিমেটাম’ দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যে অন্যায্য, সংবিধান বিরোধী, মৌলিক মানবাধিকার বিরোধী এবং একই সঙ্গে সুস্পষ্টভাবে খোলামেলা শিক্ষা বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এখানে আমরা এখানে দাঁড়িয়েছি। তিনি বলেন, এদেশের মানচিত্র, এদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকারের জন্য বুলেট-বেয়নেট দিয়ে যে সংগঠনের কর্মীরা লড়াই করেছে, যে সংগঠনের কর্মীদের রক্ত লেগে আছে পাকিস্তানের কারাগারে, সেই সংগঠনের কর্মী হওয়ার কারণে কাউকে যদি নিষিদ্ধ করা হয় সেই এলাকাকেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
সাদ্দাম হোসেন বলেন, ন্যায্য কথা যদি একজনও বলে আমরা তার কথা মেনে নেব। স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা যতজনই হোক রাব্বির (হল থেকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা) জন্য, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্রলীগ লড়াই করে যাবে। এই সংবিধার আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের অধিকার দিয়েছে।