সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/01/khaleda-jia01.jpg)
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিট-(সিসিইউ)’ এ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল শনিবার মধ্য রাতে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া। এর পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। আজ রোববার (৩১ মার্চ) রাত ১১টায় রিপোর্ট লেখা পর্যন্ত তাঁকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জানা গেছে, আজ রোববার খালেদা জিয়ার শারীরিক বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবেন চিকিৎসকরা। আপাতত খালেদা জিয়াকে কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে।
রোববার রাতে জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ম্যাডামকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিক্যালে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছু পরীক্ষা-নিরিক্ষা হয়েছে। রিপোর্ট দেখে উনারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসকদলের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন আজ সকালে গণমাধ্যমকে বলেন, ম্যাডামের শরীরটা ভালো যাচ্ছিল না বলেই গভীর রাতে হসপিটালে দ্রুত এনে ভর্তি করতে হয়েছে। এখন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন।
জাহিদ জানান, রাতে হাসপাতালে আনার পরপরই কয়েকটি টেস্ট করা হয়। মেডিকেল বোর্ড পরীক্ষাসমূহ দেখে চিকিৎসার ওষুধপত্র প্রদান করেন। ম্যাডামকে সিসিইউতে আছেন। মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা মনিটরিং করে ব্যবস্থা নিচ্ছেন। দোয়া করেন ম্যাডামের জন্য। এর বেশি কিছু বলার নেই।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার রাতে আড়াইটায় গুলশানের বাসা ‘ফিরোজা’য় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গত কয়েকদিন যাবত তার অবস্থা ভালো যাচ্ছিল না।
এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা বিএনপি চেয়ারপারসনের বাসায় নিবিড় মনিটরিংয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু গত রাতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
৭৮ বয়েসী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুস জটিলতাসহ নানা রোগে ভুগছেন।