রংপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/04/accident-ntv.jpg)
ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না শিক্ষার্থী নাহিদ ও জনু ইসলামের। ঈদের নতুন কাপড় নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তারা। গতকাল বুধবার (৩ এপ্রিল) রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে শিক্ষার্থী নাহিদ (১৮), একই উপজেলার মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থী হাফেজ জনু ইসলাম জয় (১৪) ও অটোরিকশা চালক রবিউল ইসলাম (৩২)।
নাহিদের নিকট আত্মীয় আবু তোয়েব জানান, বুধবার সন্ধ্যায় নাহিদ ও তার বন্ধুসহ ঈদের কেনাকাটা করতে রংপুর শহরে এসেছিলেন। ঈদের বাজার শেষে অটোরিকশায় বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহণের একটি বাস রংপুর-কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাহিদ মারা যায়। গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান জনু ইসলাম ও অটোরিকশা চালক রবিউল ইসলাম।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির বলেন, ‘বাস ও ব্যাটারিচালিত থ্রি হুইলারের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে বাসটিকে জব্দ করা হয়েছে।’