মঈন খানের বাসায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের নৈশভোজ

আজ শনিবার সন্ধ্যায় গুলশানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানান ড. মঈন খান। ছবি : এনটিভি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের ব্যক্তিগত আমন্ত্রণে তার বাসভবনে ইফতার ও নৈশভোজে অংশ নেন বাংলাদেশে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।
আজ শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় মঈন খানের গুলশানের বাসভবনে আসেন ব্রিটিশ হাইকমিশনার।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তবে, বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিশ্চিত করা যায়নি।