পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশনের ঈদবাজার উপহার
পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান শিক্ষা ও চিকিৎসার মৌলিক অধিকার নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ রোববার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৩০০ মানুষের মধ্যে ঈদ বাজার উপহার দিয়েছে।
সংগঠনটি ২০২০ সালের করোনা লকডাউন থেকে বিগত চার বছর ধরে বাংলাদেশের পথশিশু ও ছিন্নমূল মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।প্রতিষ্ঠার পর থেকে পথশিশু, ছিন্নমূল মানুষ ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান শিক্ষা ও চিকিৎসার মৌলিক অধিকার নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মোশারফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সময় টিভির চিত্র সাংবাদিক নুরুল আলম নয়ন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক, এনটিভির চিত্র সাংবাদিক আইনাল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন সাংগঠনিক সম্পাদক, বৈশাখী টিভির চিত্র সাংবাদিক রিয়ান মিঠুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ডায়মন্ড হাউজের কর্ণধার সৌমেন সাহাসহ ১৬, ১৭ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর নার্গীস মাহাতাব।