সুবিধাবঞ্চিত ৪০০ পরিবারকে স্বদেশের ঈদ উপহার
সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ উপহার দিয়েছে স্বদেশ সমাজকল্যাণ সংঘ। সরকার অনুমোদিত এ সংগঠন টানা ৩৪ বছর পুরান ঢাকার লালবাগের ছোট ভাট মসজিদ এলাকায় চার শতাধিক পরিবারের মাঝে মুরগি, পোলাও চাল, সেমাই, চিনি, নারিকেলসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
মরহুম ওয়াহিদ মুরাদ রূপমের হাত ধরে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছর ঈদ উপহার দিয়ে যাচ্ছে সংগঠনটি।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হাজি মনির হোসেন অন্তরের সভাপতিত্বে ও সহ-সভাপাতি ইয়াকুব হোসেনের সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়ভাট মসজিদের খতিব মুফতি তানভীর আহমদ সিদ্দিকী, লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহিদ মুরাদ রাতুল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান, কোষাধ্যক্ষ মোকলেসুর রহমান, কার্যনির্বাহী সদস্য কুশল ইয়াসির প্রমুখ।