নিখোঁজ বিএনপিনেতা ইলিয়াসের বাসায় রুহুল কবির রিজভী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/11/rijbii.jpg)
বিএনপিনেতা ইলিয়াস আলীর বাসায় ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ নেতৃবৃন্দ। ছবি : এনটিভি
নিখোঁজ বিএনপিনেতা ইলিয়াস আলীর বাসায় ঈদ শুভেচ্ছা জানাতে গিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে রুহুল কবির রিজভী সেখানে যান। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক মো. রফিকূল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।