যশোরে আওয়ামী লীগের নেতাসহ গুলিবিদ্ধ ৩
যশোর জেলার রাজঘাট বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের এক নেতা এবং যুবলীগের এক নেতাসহ তিনজন দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও খোসা উদ্ধার করেছে। গতকাল শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—আওয়ামী লীগ নেতা হেদায়েত হোসেন লিটু (৫০), যুবলীগ নেতা খায়রুজ্জামান সবুজ (৩২) ও যুবলীগ কর্মী নাছিম ভুঁইয়া (২৮)। গুলিবিদ্ধ হেদায়েত হোসেন লিটু ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হেদায়েত হোসন লিটুর অপন ভাই হেমায়েত হোসেন লিপু দুই বছর আগে দুর্বৃত্তের গুলিতে নিহত হন। সেই হত্যা মামলার বাদী লিটু।
যশোর অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ জানান, ‘শুক্রবার রাতে ফুলতলা হতে হেদায়েত হোসেন লিটুসহ চারজন রাজঘাটে চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় মুখে মাস্ক পরা দুই-তিনজন ঘটনাস্থলে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।’