খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস। ছবি : এনটিভি
দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেখতে তাঁর বাসায় গিয়েছেন দলের স্থায়ী কমিটি আরেক সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (১৩ এপ্রিল) বেলা ৩টার দিকে গুলশানে খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে যান মির্জা আব্বাস।
এছাড়া খন্দকার মোশাররফের বাসা থেকে বের হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় যান মির্জা আব্বাস।
বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।