আনোয়ারায় জেলে পল্লীর ৪৬ বসতঘর পুড়ে ছাই
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে জেলে পল্লীর ৪৬ ঘর। আজ সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের উজান মাঝির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ১টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা হন। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না।
রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান মো. আমিন শরিফ বলেন, সমুদ্রের কাছে হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ঘরগুলোতে জাল ও ট্রলারের তেল ছিল, যার কারণে আগুনের তীব্রতাও ছিল বেশি। অগ্নিকাণ্ডে জেলেরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। ইউনিয়ন পরিষদ থেকে তাদের জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে।