ফতুল্লায় বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ১৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে অবন্তী কালার টেক্সটাইল ও গার্মেন্টসের কয়েকশ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে। এ সময় শিল্প পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ রোববার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ সংঘর্ষে পুলিশ ও শ্রমিকসহ ১৫ জন আহত হয়।
এ সময় উত্তেজিত শ্রমিকরা পঞ্চবটী-মুক্তারপুর সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানায়, তাদের মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার আশ্বাস দিলেও মালিকপক্ষ তা পরিশোধ করেনি। এতে ঈদের মধ্যে অর্থ সংকটে দিন কাটিয়েছে তারা। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে ফ্যাক্টরি বন্ধ দেখতে পায়। ম্যানেজমেন্টের সঙ্গে এ নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে। এ সময়ে তারা রাস্তায় বিদ্যুতের খুঁটি ফেলে ও টেবিলে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। প্রথমদিকে পরিস্থিতি শান্ত থাকলেও শ্রমিকদের সরিয়ে দিতে শিল্প পুলিশ জলকামান দিয়ে পানি ছুড়ে লাঠিচার্জ করলে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে শিল্প পুলিশ টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়লে শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় ঘটনা ঘটে। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ এসে শ্রমিকদের শান্ত হওয়ার আহ্বান জানায়। এরপর বেতন-ভাতা নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শান্ত হয় শ্রমিকরা। আহতদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শিল্প পুলিশ ৪-এর অতিরিক্ত পুলিশ সুপার এস এম আজিজুল হক বলেন, ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে কজন আহত হয়েছেন এ বিষয়ে সুনির্দিষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না।