গোপালগঞ্জে হামলায় বাবা-ছেলে গুরুতর আহত
বোমাসদৃশ বস্তুর আঘাতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গার্ড আব্দুস সোবহান মাসুদ শেখ (৪৫) ও তার চার বছরের শিশু আব্দুল্লাহ মারাত্মক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে ছেলেকে নিয়ে গোপালগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফেরেন মাসুদ শেখ। বসতঘরের সামনে উঠানে মোটরসাইকেল থামিয়ে নামার সঙ্গে সঙ্গে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে মাসুদ ও তার ছেলে আব্দুল্লাহ গুরুতর আহত হয়। দ্রুত বাবা-ছেলেকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় পাঠানো হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় পুলিশের সব ইউনিট তদন্তে নেমেছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশি অভিযান চলছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সিআইডির ক্রাইম সিনের উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর দত্ত বলেন, ‘ঘটনাস্থলে চার সদস্যের একটি দল আলামত সংগ্রহ করেছে। সেগুলো গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে সংগ্রহ করা বস্তুটিকে বোমা বলে ধারণা করা হচ্ছে।’