খাদ্যে অস্বাস্থ্যকর রঙের ব্যবহার, লাখ টাকা জরিমানা
ময়মনসিংহে খাদ্যে অস্বাস্থ্যকর রঙের ব্যবহারসহ বিভিন্ন অপরাধে আজাদ বেকারি অ্যান্ড কনফেকশনারি নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শহরের ঢোলাদিয়ায় বেকারিটির কারখানায় আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বাংলাদেশ নিরাপদ খাদ্য প্রতিষ্ঠানের উপপরিচালক এ এইচ এম আসিফ বিন ইকরাম মোবাইল কোর্ট পরিচালনার নেতৃত্বে দিয়েছেন। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন বলেন, দ্বিতীয় দফায় আজ অভিযানের সময় প্রতিষ্ঠানটির কারখানায় খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ পাওয়া যায়নি, খাদ্যে অনুমোদনহীন অস্বাস্থ্যকর রঙের ব্যবহার এবং আমদানিকারকের সিলবিহীন খাদ্য উপকরণ পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মির্জা শাহরান আরও বলেন, এর আগে ২০২২ সালে প্রতিষ্ঠানটির কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সে সময় প্রতিষ্ঠানটিকে সর্তক করা হয়েছিল। কিন্তু তারা তা আমলে নেননি।