দেখা হবে প্রিয় বাংলাদেশ
এমভি আবদুল্লাহর নাবিক তানভির আহমেদ বলেছেন, অপেক্ষার প্রহর যত দীর্ঘ মনে হোক না কেন ইনশা আল্লাহ, শীঘ্রই অপেক্ষার অবসান হচ্ছে, দেখা হবে প্রিয় বাংলাদেশ। আজ শনিবার (৪ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক পোস্টে এই কথা জানান।
কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করে। ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটি ছাড়া পেয়ে দুবাই বন্দরে কয়লা আনলোড করে সেখান থেকে আবার চুনাপাথর নিয়ে বাংলাদেশের পথে যাত্রা করেছে। সেদিন থেকে আনন্দের প্রতিক্রিয়া জানিয়েছেন নাবিকরা।
আজ তানভির আহমেদ লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জাহাজে সবাই কাউন্টডাউন করছে, কখন দেশে আসবে। ইনশা আল্লাহ, দেশে আসার পর আমাদেরকে পর্যায়ক্রমে দুধাপে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হবে, যা সাইন অফ নামে পরিচিত।’
তানভির আরও লেখেন, মেরিনারদের সাইন অফের দিনকে তাদের জন্য ঈদের দিন ধরা হয়। আর আমাদের জন্য তো ডাবল ঈদ। একে তো সাইন অফ, তার ওপর দীর্ঘ একমাসের মতো পাইরেটদের হাতে জিম্মি থাকার পর অবশেষে দেশে ফিরছি। ইনশা আল্লাহ, সব কিছু ঠিকঠাক থাকলে এমভি আবদুল্লাহ ১৪ তারিখের মধ্যে মাতৃভূমির সীমানা স্পর্শ করবে। তবে, আনুষঙ্গিক কাজ শেষ করে সাইন অফ করতে করতে হয়ত আরও চার-পাঁচ দিন সময় লাগবে। যাই হোক, আমরা সবাই অপেক্ষায় আছি দেশে ফেরার, অপেক্ষায় আছি পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করার। অপেক্ষার প্রহর যত দীর্ঘ মনে হোক না কেন ইনশা আল্লাহ, শীঘ্রই অপেক্ষার অবসান হচ্ছে, দেখা হবে প্রিয় বাংলাদেশ।’