সোনারগাঁয় জাহাঙ্গীর হোসেনকে বিএনপি থেকে বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভুঁইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (৬ মে) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’
বহিষ্কার হওয়া বিএনপি সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া এর আগেও সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ছিলেন।
এ বিষয়ে এম জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া বলেন, ‘বিএনপি থেকে বহিষ্কারের বিষয়ে আমার কিছু জানা নেই। আমি এখন পর্যন্ত কোনো নোটিশ পাইনি। তবে আমি এই নির্বাচনে শেষ পর্যন্ত ভাইস-চেয়ারম্যান পদে লড়াই করে যাব।’
সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। হাইকমান্ড থেকে উপজেলা নির্বাচন বর্জন করার কড়া নির্দেশ রয়েছে। তাই এই নিয়ম যে মানবে না, তার বিরুদ্ধেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।