আরও তিনজনকে বহিষ্কার করল বিএনপি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদে নির্বাচনে অংশ নেওয়ায় আরও তিনজনকে বহিষ্কার করেছে বিএনপি। এরা সবাই দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রার্থী হয়েছেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে আজ সোমবার (৬ মে) এ কথা জানানো হয়।
বহিষ্কৃতদের মধ্যে একজন উপজেলা চেয়ারম্যান এবং দুজন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এরা হলেন—জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সদস্য নুর সালাম সরকার, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভূইয়া এবং গাইবান্ধা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. তহিদুল আলম মন্ডল সুমন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আগামী ৮ মে প্রথম ধাপের দেড়শ উপজেলায় ভোটে অংশ নেওয়ায় এর আগে ৭৯ জনকে বহিষ্কার করে বিএনপি। অর্থাৎ দুই দফায় বিএনপি বহিষ্কার করল মোট ১৪৩ জনকে।