নরসিংদীতে বজ্রাঘাতে দুজনের মৃত্যু
নরসিংদীতে ভাটপাড়ায় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। আজ বৃহস্পতিবার (৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া চাকশাল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চাকশাল এলাকায় ধান কাটার সময় কবির মিয়া নামে এক শ্রমিক ও পাশের মাঠে ফুটবল খেলারত অবস্থায় বিজয় (১২) নামে এক স্কুলছাত্র বজ্রঘাতে নিহত হয়। এ সময় আহত হয় ধানকাটার আরও দুই শ্রমিক সিরাজ মিয়া ও ১০ বছরের আরেক ফুটবল খেলারত শিশু সৌরভ। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।
নিহত কবির মিয়া পাঁচদোনা ইউনিয়নের চাকশাল বোনদেরগাঁও গ্রামের আমির ইসলামের ছেলে এবং বিজয় বাটপাড়া এলাকার তাহের আলীর ছেলে। বিজয় ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
জমির মালিক চাকশাল এলাকার মোমেন মিয়া বলেন, ‘জমির ধান কাটার জন্য পাঁচদোনা মোড় থেকে তিনজন শ্রমিক নিয়ে আসি। তাঁরা দুপুর পর্যন্ত ধান কাটে। দুপুরের পর জমিতে গিয়ে পুনরায় ধান কাটার কাজ শুরু করলে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে রক্ষা পেতে পাশেই টানানো তাবুতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তাঁরা। দুই শ্রমিক তাবুতে যেতে পারলেও নিহত কবির মিয়া তাবুতে যাওয়ার আগেই বজ্রাঘাতে নিহত হন।’
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মাহমুদুল কবীর বাশার জানান, বজ্রপাতের ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায় বলে ধারণা করা হচ্ছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘বজ্রপাতের ঘটনায় চাকশাল এলাকায় দুজন মারা গেছে এবং আহত হয়েছে আরও তিনজন। ঘটনাস্থলে আমাদের পুলিশ রয়েছে। পরিবারের লোকজন যদি মনে করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করবে তাহলে আমাদের কাছে আবেদন জানাবে। নতুবা আমরা আমাদের মতো করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’