শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালে অগ্নিকাণ্ড, দুটি শ্রেণিকক্ষ পুড়ে ছাই
লালমনিরহাটের আদিতমারী উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্যান, আসবাবপত্রসহ দুটি শ্রেণিকক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার (১২ মে) দুপুরের দিকে ক্লাস চলাকালে উপজেলার কেবি বালিকা বিদ্যালয় ও কলেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে।
বিদ্যালয় সূত্র জানায়, আজ দুপুরের দিকে আকস্মিকভাবে ষষ্ঠ শ্রেণির একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওই কক্ষসহ বিভিন্ন শ্রেণিকক্ষে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। আগুন শ্রেণিকক্ষের পাশের অপর একটি কক্ষেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে শ্রেণিকক্ষ দুটিতে থাকা ১০টি ফ্যান, দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বলেন, ‘বিদ্যুতের শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এতে কেউ হতাহত না হলেও শ্রেণিকক্ষ দুটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।’