লোহাগড়ায় বজ্রাঘাতে স্কুলছাত্র ও গাভির মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলার সরশুনা গ্রামে বজ্রাঘাতে নবম শ্রেণির ছাত্র মিরাজ মুন্সীর (১৫) মৃত্যু হয়েছে। মাঠে গরু চড়াতে গিয়ে আজ রোববার (১২ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিরাজ সরুশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে এবং স্থানীয় এলএসজেএন ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র।
এ সময় ওই গ্রামের মাহফুজার মুন্সীর একটি গাভিও ব্রজাঘাতে মারা যায়। এ ঘটনায় মিরাজ মুন্সীর পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এদিকে, মিরাজের দিনমজুর বাবা বিপুল মুন্সী গত শুক্রবার গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকায় শ্রমবিক্রি করতে গিয়ে এখনও বাড়ি ফিরে আসেননি। তিনি কোনো মোবাইল ফোনও ব্যবহার করেন না। তাই ছেলের মৃত্যুর সংবাদ কীভাবে তার বাবাকে জানাবেন, সেই দুশ্চিন্তার কথা সাংবাদিকদের জানিয়েছেন তাঁর পরিবার।