মাতৃভূমিতে ফিরে পুনরায় জন্মগ্রহণ করলাম : নাবিক তানভীর
‘মাতৃভূমির মাটিতে পা রাখতে পেরে মনে হচ্ছে যেন পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করলাম’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন অনুভূতি ব্যক্ত করেছেন এম ভি আব্দুল্লাহর নাবিক তানভীর আহমেদ। আজ মঙ্গলবার (১৪ মে) দেশে ফিরে এই অনুভূতি ব্যক্ত করেন তিনি।
এম ভি আব্দুল্লাহর চতুর্থ প্রকৌশলী তানভীর আহমেদ তাঁর ফেসবুকের টাইমলাইলে লিখেন (হুবহু), ‘জীবন তো একটাই এই জীবন নিয়ে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হতে পারব এমনটি ভাবিনি। নিজের মাতৃভূমীর মাঠিতে পা রাখতে পেরে মনে হচ্ছে যেন এই পৃথিবীতে পূনরায় জম্ম গ্রহণ করলাম। আমাদের উদ্ধার করার জন্য সরকার, কেএসআরএম কর্তৃপক্ষসহ দেশের মানুষের যে অবদান তা শোধ করার মতো নয়। আবারো দেশের বুকে, পরিবারের মাঝে ফিরে আসতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের সহযোগীতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’
এর আগে বিকেল সাডে ৩টায় এমভি জাহান মনি-৩ নামের একটি লাইটারেজ জাহাজে করে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে পৌঁছেন ২৩ নাবিক। সেখানে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে মুক্ত তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। এর আগেই সেখানে জমায়েত হয় ২৩ নাবিকের স্বজন, কেএসআরএম কর্তৃপক্ষ ও বন্দরের কর্মকর্তারা। একে একে নাবিকরা জাহাজ থেকে নামার সময় এক আনন্দঘন পরিবেশ তৈরি হয় বন্দরে। নাবিকরা নেমে এসে স্বজনদের জডিয়ে ধরেন। অনেকের চোখ দিয়ে গডিয়ে পড়ে আনন্দের অশ্রু।
নাবিকদের কাছ থেকে সংবাদকর্মীরা দেশে ফিরে তাদের অনুভূতি কী জানতে চাইলে সমস্বরে বলেন, ‘আজকে আমরা যেন ঈদের আনন্দ উদযাপন করছি।’