এম ভি আব্দুল্লাহর নাবিক তারিকুলের বাড়িতে আনন্দের বন্যা
ফরিদপুরের মধুখালীতে নিজ বাড়িতে ফিরেছেন এম ভি আব্দুল্লাহর থার্ড অফিসার নাবিক তারিকুল ইসলাম। আজ বুধবার (১৫ মে) সকালে বড় ভাই হাসানের সঙ্গে মধুখালী উপজেলার ছকড়িকান্দি গ্রামে নিজ বাড়িতে পৌঁছান তিনি।
তারিকুল ইসলাম বাড়িতে উপস্থিত হলে বাবা-মা স্ত্রীসহ পুরো এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী এ সময় কাঁদতে শুরু করে দেন। তাঁকে দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজনসহ গ্রামবাসী।
সকালে বাড়িতে আসার পরই বাবা দেলোয়ার হোসেন ও মা হাসিনা বেগম বুকে জড়িয়ে নেন সন্তানকে। এ সময় স্ত্রী নুসরাত জাহান যূথীসহ সবার চোখেই আনন্দ অশ্রু।
তারিকুল বাড়িতে ঢুকেই তাঁর দেড় বছর বয়সি মেয়ে তানজিহাকে কোলে তুলে নিয়ে আদর করেন। এরপর বাড়ির সবাই মিলে কেক কাটেন।
তারিকুলের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘আমার ছেলের জাহাজ বাংলাদেশে আসার পর থেকেই নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। ছেলে সুস্থভাবে বাড়িতে আসায় খুবই খুশি। এটা ভাষায় প্রকাশ করতে পারব না। সত্যি বলতে গত ৬৫ দিন আমাদের পরিবারের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
তারিকুল বলেন, ‘জীবনের ওই কটা দিন স্মরণীয় হয়ে থাকবে। এখন অনেক ভালো লাগছে। ভেবেছিলাম হয়তো আর কোনো দিন কারো সঙ্গে দেখা হবে না। আল্লাহর রহমতে মা-বাবার দোয়ায় সুস্থভাবে ফিরে এসেছি। আমাদের উদ্ধারে যারা এগিয়ে এসেছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।’
সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এম ভি আব্দুল্লাহর থার্ড অফিসার ছিলেন তারিকুল ইসলাম।