ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে আগুন
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে এ আগুন লাগে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের উপপরিচালক দীপক কুমার বলেন, ‘হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ে ও প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। স্টোর রুমে হাসপাতালের ওষুধ, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।’
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার (এসপি) মো. মোর্শেদ আলমসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে।’