শিক্ষক হত্যা অভিযোগে গ্রেপ্তার তিন
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সাজ্জাদ হোসেন কামাল (৫৫) নামে এক স্কুলশিক্ষককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। তিনি ধোবাউড়া উপজেলার গোয়াতলা রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
প্রতিপক্ষের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে আজ শুক্রবার (১৭ মে) সকালে এ হত্যাকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন জাকারিয়া (৩৫), মহিবুল্লাহ (১৮) ও তার মা (৫০)।
পুলিশ জানায়, এরা তিনজন এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুপুরে স্থানীয় সাংবাদিকদের এই খবর নিশ্চিত করেছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিষয় নিয়ে চাচা আবুল খায়ের ও চাচাতো ভাই জাকারিয়া ও মহিবুল্লার সঙ্গে বিরোধ চলছিল। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে আজ সকালে সেচ পাম্প দিয়ে নিজ পুকুর থেকে ফসলি জমিতে দিচ্ছিলেন নিহত ওই শিক্ষক। এ সময় ভাতিজা ও ভাইয়ের স্ত্রী তাতে বাধা দেয়। কথা-কাটাকাটির একপর্যায়ে প্রধান শিক্ষককে কিলঘুষি দিয়ে আহত করেন ভাইয়ের স্ত্রী ও ভাতিজারা।
এ সময় মাটিতে লুটিয়ে পড়লে তাঁর বুকের ওপর বসে ওই শিক্ষকের গলা চেপে ধরে হামলাকারীরা। অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিক্ষকের বাবা ছালাম ফকির বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে হত্যা মামলা করেছেন।
ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, নিহত শিক্ষকের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।