কৃষি জমি ভরাট করায় তিনজনের ৬ মাসের কারাদণ্ড
গাজীপুরের কালীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু-মাটি দিয়ে কৃষিজমি ভরাট করায় তিনজনকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়টি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
আজ শুক্রবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রমজান মিয়া (৩৫), নওগাঁর অর্জুনপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে সেলিম রেজা (৩০) ও পটুয়াখালীর চাঁনপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে রাশেদুজ্জামান (৫৫)।
ইউএনও এস এম ইমাম রাজী টুলু জানান, ২০১৯ সালের ২৭ জানুয়ারি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের শুনানি করেন। শুনানিতে বলা হয়, কালীগঞ্জের বিভিন্ন এলাকায় খাল-বিল, নদী-পুকুর, কৃষি জমি-জলাশয় ভরাট এবং অবৈধ দখলের উপর স্থিতাবস্থা জারি করা হলো। আদালতের ওই নির্দেশ অমান্য করেই বিভিন্ন হাউজিং কোম্পানি কালীগঞ্জের বিভিন্ন এলাকায় কৃষি জমি ও জলাশয় ভরাট কার্যক্রম পরিচালনা করে আসছিল।
ইউএনও বলেন, গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে কালীগঞ্জ উপজেলার গলান এলাকায় মাটি ও বালু ফেলে কৃষি জমি ভরাট করছিল সিআইভিআইসি নামের একটি হাউজিং কোম্পানি। এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাটি ও বালু ফেলে কৃষি জমি ভরাট করার দায়ে ওই কোম্পানির তিনজনকে আটক করা হয়। এ সময় জমি ভরাট কাজে ব্যবহৃত ছয়টি ডাম্প ট্রাক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী আটক তিনজনের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের এ বিচারক।
স্থানীয়রা জানায়, গলান মৌজার প্রায় ৩৫-৪০ বিঘা জমি ভরাট প্রকল্প বাস্তবায়নের কাজ করছিল সিআইভিআইসি নামের হাউজিং কোম্পানি। ইতোমধ্যে তারা প্রায় ছয় থেকে সাত বিঘা জমিতে বালু ভরাটের কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। অবশিষ্ট জমি ভরাটের কাজ চলছিল।
অভিযানকালে কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির উপরিদর্শক (এসআই) মধুসূদন পাণ্ডে, বেঞ্চ সহকারী মো. হুমায়ুন শিকদারসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।