হিট অ্যালার্টের মধ্যেই এল বৃষ্টির সুখবর
ঢাকার পশ্চিমাঞ্চলসহ দেশের চার বিভাগে ফের ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে, এর মধ্যেই বৃষ্টিপাত নিয়ে সুখবর দিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামীকাল রোববার (১৯ মে) সন্ধ্যা থেকে চট্টগ্রাম, বরিশালসহ দেশের বেশকিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ক্রমান্বয়ে সারা দেশেই বৃষ্টিপাত বাড়বে।
আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হয়ে তা আরও শক্তি সঞ্চয় করতে পারে। লঘুচাপ দুটি ঘনীভূত হয়ে নিন্মচাপ থেকে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, চলমান তাপপ্রবাহ আগামীকাল রোববার থেকে দেশের দক্ষিণপূর্বাঞ্চলে কমে যেতে পারে। এরপর ক্রমান্বয়ে সারা দেশে চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। আর রাজধানীতে বৃষ্টিপাত বাড়তে পারে আগামীকাল রোববার বা সোমবার থেকে।
আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘রেমাল’। অতীতে আইলাসহ বেশি কয়েকটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল এই মে মাসেই।