ঢাকায় কনকনে ঠান্ডা, তাপমাত্রা কমতে পারে আরও
রাজধানী ঢাকায় জেকে বসেছে কনকনে শীত। এক মাস ধরে দেশের উত্তরাঞ্চলে ঠান্ডার প্রকোপ থাকলেও ঢাকার আবহাওয়া ছিল উষ্ণ। তবে, এবার শীতের প্রভাব টের পাচ্ছে ঢাকাবাসী। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ছিল ১৫ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ও সোমবার ছিল ১৮ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজার, সূত্রাপুর, পোস্তগোলা, গুলিস্তান, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মালিবাগ, মগবাজার, রামপুরা ও তেজগাঁও এলাকা ঘুরে দেখা গেছে, শীত রীতিমতো কাবু করে ফেলেছে মানুষকে। তীব্র ঠান্ডার কাঁপুনিতে খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকা চরমভাবে ব্যাহত। দিনমজুরেরা কাজের ফাঁকে উষ্ণতার খোঁজে আগুন পোহাতে বাধ্য হচ্ছেন।
এদিকে, উত্তরের হিমশীতল বাতাসের প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে সকাল পেরিয়ে দুপুর গড়ালেও দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে সূর্যের দেখা মেলেনি। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা, নাটোরসহ প্রায় সব জেলাতেই জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। প্রায় দুই সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা, নাটোরে তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রির ঘরে। সারা দিনেও দেখা মিলছে না সূর্যের।