দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
দেশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। নতুন করে চার বিভাগে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। এর মধ্যেই আবার ঝড়বৃষ্টির আশঙ্কার কথা জানাচ্ছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলেছে, আজ শনিবার (১৮ মে) দুপুর ১টার মধ্যে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলো জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া, টাঙ্গাইল, ঢাকা, বরিশাল ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, চলমান তাপপ্রবাহ আগামীকাল রোববার থেকে দেশের দক্ষিণপূর্বাঞ্চলে কমে যেতে পারে। এরপর ক্রমান্বয়ে সারা দেশে চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। আর রাজধানীতে বৃষ্টিপাত বাড়তে পারে আগামীকাল রোববার বা সোমবার থেকে।
এ আবহাওয়াবিদ বলেন, চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হয়ে তা আরও শক্তি সঞ্চয় করতে পারে। লঘুচাপ দুটি ঘনীভূত হয়ে নিন্মচাপ থেকে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘রেমাল’।