৯ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এ ছাড়া সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮টায় উভয় নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশায় রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে একটি ফেরি।
এ ছাড়া ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় খান জাহান আলী ও কৃষাণী নামে দুটি ফেরি।
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া ঘাটে ছয়টি ও দৌলতদিয়া ঘাটে চারটি ফেরি এবং আরিচা ঘাটে যাত্রী ও যানবাহন বোঝাই আরও তিনটি ফেরিকে ঘাট ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।
এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে চার শতাধিক পণ্যবাহী ট্রাক, বাকিগুলো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, উভয় নৌরুটে ফেরি পারাপার শুরু হওয়ায় ঘাটে আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলো আগে পারাপার করা হচ্ছে। পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন পারাপার করা হচ্ছে। আটকে পড়া যানবাহনগুলো দ্রুত পারাপারে অতিরিক্ত তিনটি ফেরি সংযুক্ত করা হয়েছে।