জঙ্গিদের পরিকল্পনা আগেই টের পায় পুলিশ : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী অব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘প্রশিক্ষণ ও পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ পুলিশকে স্মার্ট ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। তাই জঙ্গিরা নাশকতার কোনো পরিকল্পনা করলে পুলিশ সেটি আগেই টের পায়।’
আজ রোববার (১৯ মে) দুপুরে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।
চৌধুরী অব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পেশাদারিত্বের সঙ্গে দেশের নাগরিকদের সেবা দিয়ে আসছে পুলিশ। দেশ-বিদেশে উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম যুক্ত হওয়ায় বাংলাদেশ পুলিশ জঙ্গি দমনে বিশেষ সাফল্য লাভ করছে। জঙ্গিরা কোনো পরিকল্পনা করলে তা আগেই টের পায় পুলিশ এবং সে অনুযায়ী পদক্ষেপ নেয়।’
পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘পুলিশ বাহিনীতে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছ ও আধুনিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। একইভাবে পুলিশ কর্মকর্তাদের পদন্নোতিতে স্বচ্ছতা আনা হয়েছে। যোগ্যতা, দক্ষতা ও মেধাকে প্রাধান্য দিয়ে পদন্নোতি দেওয়া হচ্ছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার জাকির হোসেন খান, সিলেটের পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা।
সিলেট সফরে আইজিপি পুলিশের বিভিন্ন ইউনিট, সুধীজন ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।