আগারগাঁওয়ে অটোরিকশা চালকদের বিক্ষোভ, কয়েকজন আটক
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভে অংশ নিতে রাজধানীর আগারগাঁওয়ের তালতলা রোকেয়া সরণীতে জড়ো হতে থাকেন অটোরিকশা চালকেরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে হাতাহাতি হয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করে পুলিশ।
আজ সোমবার (২০ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) হাসিবুর রহমান।
এনটিভি অনলাইনকে হাসিবুর রহমান বলেন, অটোরিকশা চালকেরা বিক্ষোভ শুরু করেন। আমরা প্রথমে তাদের সড়ক ছেড়ে দিতে বলি। কিন্তু, তারা সরতে চাননি। পরে তারা পুলিশের ওপর চড়াও হতে চাইলে কয়েকজনকে আটক করা হয়।
হাসিবুর রহমান বলেন, ‘কতজনকে আটক করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না। সেখানে আমাদের কয়েকটি গাড়ি ছিল, কোন গাড়িতে কতজনকে আটক করে নেওয়া হয়েছে নিশ্চিত করে বলতে পারছি না। সেখানে আমাদের সিনিয়র অফিসাররা ছিলেন। উনারা সঠিক বলতে পারবেন।’