গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজও রাজধানীতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজও রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৮ মার্চ) ৭০ ফুট দীর্ঘ ফিলিস্তিনি পতাকা নিয়ে এই বিক্ষোভ মিছিল করে আজাদ ফিলিস্তিন নামক একটি প্ল্যাটফর্ম।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে, রাজু ভাস্কর্যসহ বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা প্রস্তুত করেন। বিক্ষোভ মিছিল শেষে কুশপুত্তলিকাগুলো দাহ করা হবে বলে জানায় তারা।
আলী আহমদ নামের আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, আমরা আজ ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদ জানাতে এখানে একত্রিত হয়েছি। আমরা বিশ্বকে এই বার্তা দিতে চাই, প্রতিটি মুসলমানের উচিত গাজাবাসীর পক্ষে দাঁড়ানো।
এর আগে, গতকাল সোমবার (৭ এপ্রিল) রাজধানীসহ সারাদেশে সাধারণ ধর্মঘট কর্মসূচি পালিত হয়। এদিন সারা বিশ্বের মতো বাংলাদেশেও ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালন করে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।