যাত্রাবাড়ীতে যানবাহন ভাঙচুর অটোরিকশা চালকদের
রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ ঘোষণার প্রতিবাদে অটোরিকশা চালকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। আজ সোমবার (২০ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে কাজলা এলাকার এ ঘটনায় অটোরিকশা চালকরা কয়েকটি যানবাহন ভাংচুর করে।
খবর পেয়ে কয়েক গাড়ি পুলিশ এসে তাদের ওপর লাঠিচার্জ করলে তারাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ এসে লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সম্প্রতি সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর অলিগলিতে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। এরপর ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রংচটা, জরাজীর্ণ, লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।