রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের
স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।
আজ সোমবার (২০ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী ওলামা লীগ আয়োজিত এক অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও ওলামা লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতাও বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন।’ বিশ্ব পরিস্থিতি ও স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শুধুমাত্র ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।
এরআগে রাজধানীতে ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল নিষিদ্ধ করে বাংলাদেশ সড়ক পরিবহণ কতৃপক্ষ, বিআরটিএ। এ নিয়ে গত দুইদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
ওলামা লীগের অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, শান্তির ধর্ম পবিত্র ইসলামের জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছেন আর কোনো শাসক তা করেননি। ইসলামের মর্যাদা রক্ষা ও প্রচারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
ওবায়দুল কাদের আরও বলেন, ইসলাম সাম্য প্রতিষ্ঠার শিক্ষা দেয়। বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। সকল ধর্মমতের মানুষের কল্যান নিশ্চিত করে আমাদের সরকার দেশকে এগিয়ে নিয়ে চলেছে।
বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ওরা ধর্ম ব্যবসায়ী। ধর্মের কথা বলে ওরা ব্যবসা করছে, চাঁদাবাজি করছে। তিনি দেশের সঠিক মতের আলেমসমাজকে আওয়ামী ওলামা লীগের পতাকাতলে শামিল হওয়ার আহ্বান জানান।