নির্বাচন কমিশনের সচিব হলেন শফিউল আজিম
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিমকে করা হয়েছে ইসি সচিব।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার (২১ মে) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শফিউল আজিমকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে ইসি সচিবালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ১৫তম বিসিএসের কর্মকর্তা।